৮ ফেব্রুয়ারি পর্যন্ত ধর্না মঞ্চেই থাকার ঘোষণা মমতার

৮ ফেব্রুয়ারি পর্যন্ত ধর্না মঞ্চেই থাকার ঘোষণা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।

সোমবার কলকাতার মেট্রো চ্যানেলে ধর্না মঞ্চ থেকে এ ঘোষণা দেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।

তবে আগামী দিনের কোনো কর্মসূচি বদল কিংবা বাতিল করা হবে না। হুগলিতে যে কর্মসূচিতে মমতার অংশ নেয়ার কথা ছিল তা পেছানো হয়েছে।

ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই কলকাতার পুলিশ কমিশনারের বাসভবনে তল্লাশি অভিযান চালানোর প্রেক্ষিতে রোববার সন্ধ্যা থেকে অবস্থান ধর্মঘট তথা ধর্নায় বসেছেন মমতা।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, রোববার রাত ৮টা ৪০ মিনিটে ধর্মতলার মেট্রো চ্যানেলে ধর্নায় বসেন মুখ্যমন্ত্রী। আগামী ৯ ফেব্রুয়ারি পরীক্ষা শুরু হবে বলে আট ফেব্রুয়ারি পর্যন্ত তিনি ধর্না মঞ্চে থাকবেন বলে জানিয়েছেন। মঙ্গলবার ধর্না মঞ্চে গোর্খা জনমুক্তি মোর্চার একটি প্রতিনিধি দলের যোগ দেয়ার কথা রয়েছে।

সোমবার কলকাতার মেট্রো চ্যানেলে ধর্না মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বলেন, ‘এই আন্দোলন কারোর একার নয়। যারা গণতান্ত্রিক ও সাংবিধানিক কাঠামোয় বিশ্বাস রাখেন, তারাই এই আন্দোলনে সমর্থন জানিয়ে পাশে থাকার বার্তা দিয়েছেন।’

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘আইন আইনের পথেই চলবে। আইন মেনে কোনো কিছু করা হলে, আমরা তাতে বাধা দেই না। কিন্তু এখানে সাংবিধানিক ও ব্যক্তিগত অধিকার খর্ব করা হয়েছে।’

 

টাইমস/এক্স

Share this news on:

সর্বশেষ