স্যার টমাস ম্যুর ১৪৭৮ সালের ৭ ফেব্রুয়ারি লন্ডনের মিল্ক সিটিতে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একজন ইংরেজ আইনজ্ঞ, সমাজ দার্শনিক, লেখক, কূটনীতিক ও রেনেসাঁ যুগের একজন মানবতাবাদী।
টমাস ম্যুর ১৫২৯ সাল থেকে ১৬ মে ১৫৩২ পর্যন্ত ইংল্যান্ডের রাজা হেনরি অষ্টম এবং লর্ড চ্যান্সেলরের কাউন্সিলর হিসেবে কর্মরত ছিলেন। এর পাশাপাশি লাইফ অব জন পিকাস, হিস্ট্রি অব কিং রিচার্ড থ্রি, ইউটোপিয়া, রেসপন্সিও এড লুথেরাম, ফোর লাস্ট থিংস, টিন্ডলস আযান্সার, এ ডায়ালগ কনসারনিং হেরেসিস, অ্যাপোলজিসহ বিখ্যাত সব বই রচনা করেন।
১৫৩৫ সালের ৬ জুলাই যুক্তরাজ্যের লন্ডনে মৃত্যুবরণ করেন এই গুণী লেখক।
তার একটি উক্তি হলো-
“দেখো, হৃদয় দিয়ে উপলব্ধি করো এবং লেখো।”