রবার্ট ফ্রস্ট ১৮৭৪ সালের ২৬ মে ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকো শহরে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন কবি।
ফ্রস্ট নর্থ অব বস্টন, মেন্ডিং ওয়াল, মাউন্টেন ইন্টারভাল, দ্য রোড নট টেকেন, নিউ হ্যাম্পশায়ারসহ অনেক বিখ্যাত কবিতা রচনা করেন। তিনি তার সাহিত্য জীবনে ৪ বার কবিতায় পুলিৎজার পুরস্কারসহ নানা সন্মানে ভূষিত হন।
১৯৬৩ সালের ২৬ জানুয়ারি কবি রবার্ট ফ্রস্ট ইহজগৎ ত্যাগ করেন।
তার একটি উক্তি-
“মেজাজ ঠিক রেখে আর বিশ্বাস না হারিয়ে সব জিনিস শোনার মতো যোগ্যতার নামই শিক্ষা।”
টাইমস/টিএইচ