বিএনপি সমাবেশ শনিবার, খুলনায় বাস চলাচল বন্ধ

খুলনায় ২৪ ঘণ্টার জন্য বাস চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাস মালিক সমিতি। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকে শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত খুলনা থেকে ১৮টি রুটে কোনো ধরণের বাস চলাচল করবে না।

বিএনপির আগামীকালের (শনিবার) সমাবেশ ঠেকাতে সরকারের নির্দেশে এমন ঘোষণা দেয়া হয়েছে বলে দাবি করেছে দলটির নেতৃস্থানীয়রা। জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার, গ্রহণযোগ্য নির্বাচন ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে সমাবেশ করবে বিএনপি।

জেলা বাস-মিনিবাস-কোচ মালিক সমিতির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন গণমাধ্যমকে জানান, বিএনপির সমাবেশকে কেন্দ্র করে খুলনায় বিশৃঙ্কলা সৃষ্টি হতে পারে। এ জন্য ২৪ ঘন্টা বাস চলাচল বন্ধ রাখা হবে। ঘোষিত সময়ের মধ্যে খুলনা থেকে কোনো বাস ছেড়েও যাবে না, খুলনাতে কোনো বাস প্রবেশও করবে না।

এদিকে বাস মালিক সমিতির এই ঘোষণার প্রতিক্রিয়ায় খুলনা মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বলেন, বিএনপির পূর্ব ঘোষিত সমাবেশ কর্মসূচি ঠেকাতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। সরকারের নির্দেশনায় বাস মালিক সমিতি অতি উৎসাহী হয়ে বাস চলাচল বন্ধ করে দিয়েছে।

নজরুল ইসলাম মঞ্জু আরও বলেন, কতিপয় অতি উৎসাহী ও মাফিয়া সরকারের দালালরা যত চেষ্টাই করুক, স্বৈরাচারের পতন তারা ঠেকাতে পারবে না। এই বাস মালিক সমিতি জনগনের বাস মালিক সমিতি না। স্বৈরাচারের সাথে সাথে তাদের দালালদেরও বিদায় নিতে হবে।

প্রসঙ্গত, জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে দেশের ছয়টি সিটিতে সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। সিটি করপোরেশনের বিএনপি সমর্থিত সাবেক মেয়র প্রার্থীদের নেতৃত্বে গ্রহণযোগ্য নির্বাচন ও দলটির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে এসব সমাবেশ অনুষ্ঠিত হবে। তারই ধারাবাহিকতায় শনিবার (২৬ ফেব্রুয়ারি) খুলনায় বিএনপির সমাবেশ হওয়ার কথা।

 

টাইমস/এসএন

Share this news on:

সর্বশেষ