আইজ্যাক ওয়ালটন ১৫৯৩ সালের ৯ আগস্ট যুক্তরাজ্যের স্ট্যামফোর্ডে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একজন বিখ্যাত ইংরেজ আত্মজীবনী লেখক।
আইজ্যাক ওয়ালটন দ্য কমপ্লেটে এঙ্গলার বই এর মাধ্যমে সব মহলে পরিচিতি লাভ করেন। স্যার জন স্কিফিংটন ও জন চাক্কিলের আত্মজীবনী নিয়ে লেখা বই দুটির কারণে তিনি অবিস্মরণীয় হয়ে আছেন। ১৮৭৮ সালে তার কবিতা এবং গদ্য সমগ্র নিয়ে ‘ওয়ালটানিয়ানা’ নামে এক গ্রন্থ প্রকাশিত হয়, যা ব্যাপক জনপ্রিয়তা লাভ করে।
১৬৮৩ সালের ১৫ ডিসেম্বর যুক্তরাজ্যের উইনচেস্টার ক্যাথিড্রালে আইজ্যাক ওয়ালটন মৃত্যুবরণ করেন।
তার একটি উক্তি হলো-
“যে ব্যবসাটি সবার ব্যবসা, সেটি আদৌ কোনো ব্যবসা নয়।”
টাইমস/টিএইচ