মণিশংকর মুখোপাধ্যায় ১৯৩৩ সালের ৭ ডিসেম্বর ভারতের বনগাঁতে জন্মগ্রহণ করেন। এই ভারতীয় বাঙালি লেখক শংকর ছদ্মনাম ব্যবহার করেন।
তার প্রথম বই প্রকাশিত হয় ১৯৫৫ সালে। তার রচিত উল্লেখযোগ্য গ্রন্থ হলো চৌরঙ্গী, সীমাবদ্ধ এবং জন অরণ্য। এই তিনটি বই নিয়ে চলচ্চিত্রও নির্মিত হয়েছে।
এছাড়াও তিনি রসবতী, বঙ্গ বসুন্ধরা, চরণ ছুঁয়ে যাই, মনজঙ্গল, রূপতাপস, মরুভূমি, আশা-আকাঙ্খা, তীরন্দাজ, পটভূমি, কামনা বাসনা, অনেক দূর, সুখ সাগরসহ অনেক বই রচনা করেন।
মণিশংকর মুখোপাধ্যায় ২০১৬ সালে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে ডি লিট সম্মানে ভূষিত হন।
তার একটি উক্তি-
“লেখাটা হলো মানুষের সম্পূর্ণ ব্যক্তিত্বের প্রতিফলন।”
টাইমস/টিএইচ