যৌন হয়রানির অভিযোগে সেই শিক্ষক বরখাস্ত

যৌন হয়রানির অভিযোগে টাঙ্গাইলের নাগরপুরে ফরহাদ আলী (৪৫) নামের সেই প্রধান শিক্ষককে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়েছে। ফরহাদ আলী নাগরপুর উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও পচাসারুটিয়া মেহের আলী খান উচ্চ বিদ্যালয়ের প্রধাণ শিক্ষক ছিলেন।

রোববার (১ মার্চ) সকালে বিদ্যালয় পরিচালনা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহিত হয়।

সভা সূত্রে জানা গেছে, প্রধান শিক্ষক ফরহাদ আলীর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে দুই সন্তানের জননী এক গৃহবধূকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ও সংবাদমাধ্যমে এনিয়ে বিভিন্ন খবর বেরিয়েছে। এরই মধ্যে ওই গৃহবধূর সঙ্গে শিক্ষকের আপত্তিকর ফোনালাপ ফাঁস হয়ে গেছে। বিষয়টি বিদ্যালয় পরিচালনা কমিটি তদন্ত করে সত্যতা পায়।

সূত্রটি আরও জানায়, ওই গৃহবধূকে চাকরি দেওয়ার সূত্র ধরে তার সঙ্গে ঘনিষ্ঠ হন প্রধান শিক্ষক ফরহাদ আলী। চাকরিপ্রত্যাশীদের দরিদ্রতার সুযোগ নিয়ে তিনি নানা সময় এধরণের অপকর্ম করে এসেছেন বলেও বিদ্যালয় কমিটি অভিযোগ পেয়েছে।

এদিকে ভিকটিম নারী টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে শিক্ষক ফরহাদ আলীসহ তিনজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৪-৫ জনকে আসামি করে মামলা করেন। পরে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় তাকে চাকরি থেকে চূড়ান্তভাবে বরখাস্ত করা হয়।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও প্রতিষ্ঠাতা ডা. তাহেরুল ইসলাম গণমাধ্যমকে জানান, আমরা জেনেশুনে একজন চরিত্রহীন ও অসৎ ব্যক্তিকে শিক্ষক হিসেবে রাখতে পারিনা। প্রতিষ্ঠানের সুনাম রক্ষার্থে ও শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে আমরা তাকে বরখাস্ত করেছি।

 

টাইমস/এসএন

Share this news on:

সর্বশেষ