মামলা দ্রুত নিষ্পত্তিতে পুলিশকে বিশেষ নজর দিতে: প্রধানমন্ত্রী

পুলিশের দেয়া মামলাগুলো দ্রুত নিষ্পত্তিতে বিশেষ নজর দেয়ার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, পুলিশের মামলায় যেগুলো নানা জটিলতায় আদালতে ঝুলে আছে সেগুলো দ্রুত নিষ্পত্তিতে বিশেষ নজর দিতে হবে। মামলাজট কমিয়ে আনতে আলাদা একটি টিম তৈরির তাগিদ দেন প্রধানমন্ত্রী।

মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশে বক্তৃতাকালে শেখ হাসিনা এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, অনেক সময় মামলা তদন্তে দীর্ঘ সময় লেগে যায়। তাই মামলা তদন্তকারী কর্মকর্তাদের আরও আন্তরিক হতে হবে।

তিনি বলেন, অভ্যন্তরীণ নিরাপত্তা আর সামাজিক শৃঙ্খলা রক্ষায় পুলিশ বাহিনীর গৌরব ধরে রাখতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, পুলিশ বাহিনী অত্যন্ত দক্ষতার সঙ্গে নানা সংকট মোকাবেলা করছে। পুলিশের কী কী দরকার তা চাওয়ার আগেই পূরণ করেছে সরকার।

অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক নিরাপত্তা এবং সাইবার ক্রাইমের বিষয়ে পুলিশকে সজাগ থাকারও আহ্বান জানান তিনি।

ডিজিটাল নিরাপত্তা আইন প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, এই আইন করার পর কেউ কেউ কথা বলেছেন। কিন্তু এটি আমরা করেছি মানুষের নিরাপত্তা দিতে। নিরীহ মানুষ আছে, তাদের অধিকার সংরক্ষিত রাখতে আইনটি করা হয়েছে।

 

টাইমস/এক্স

Share this news on: