গাজীপুরে গ্যাস বিস্ফোরণে একই পরিবারের তিন জন দগ্ধ

গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর ভূইয়াপাড়া এলাকায় গ্যাস বিস্ফোরণে একই পরিবারের তিন জন দগ্ধ হয়েছেন। শনিবার (১৩ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে জাকির হোসেনের বাড়িতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

এঘটনায় সুমন মিয়া (৩৫), তার ঘুমন্ত স্ত্রী মরিয়ম বেগম (২৮) ও ছেলে সাকিন মাহামুদ (৫) আগুনে দগ্ধ হয়।

স্থানীয়রা জানান, জাকির হোসেন তাঁর বাড়িতে সেপটিক ট্যাংকের ওপরে কয়েকটি ঘর তৈরি করে ভাড়া দিয়েছেন। আজ ভোরে হঠাৎ ভাড়াটে সুমন মিয়ার ঘরের নিচে বিকট শব্দে সেপটিক ট্যাংকে গ্যাস বিস্ফোরণ হয়। এতে ঘরে আগুন ধরে যায় এবং দরজাসহ ঘরের দেয়াল ধসে পড়ে। এসময় একই পরিবারের ৩জন দগ্ধ হন। আশপাশের লোকজন এসে তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

গাজীপুর মেট্রোপলিটনের কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবে খোদা জানান, সেপটিক ট্যাংকের উপর রান্না ঘর ছিলো। ভোরে রান্না করতে গেলে চুলা জ্বালানোর সময় বিস্ফোরণ ঘটে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সিলিন্ডার বা সেপটিক ট্যাংকের গ্যাস থেকে বিস্ফোরণ হয়ে থাকতে পারে। তবে এ বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে জানান এই কর্মকর্তা।

টাইমস/এসজে

Share this news on: