“আমি হিমালয় দেখিনি কিন্তু শেখ মুজিবকে দেখেছি”

পুরো নাম ফিদেল আলেজান্দ্রো কাস্ত্রো রুজ। তবে ফিদেল কাস্ত্রো বা শুধুই কাস্ত্রো নামেই তিনি বিশ্বব্যাপী পরিচিত। প্রখ্যাত কিউবান রাজনৈতিক নেতা ও সমাজতন্ত্রী বিপ্লবী এক মহান নেতা এই ক্যাস্ত্রো।

কিউবা বিপ্লবের প্রধান নেতা ফিদেল কাস্ত্রো ১৯৫৯ সালের ফেব্রুয়ারি থেকে ১৯৭৬ সালের ডিসেম্বর পর্যন্ত কিউবার প্রধানমন্ত্রী ছিলেন। এরপর কিউবার মন্ত্রী পরিষদের প্রেসিডেন্ট ছিলেন ২০০৮ সাল পর্যন্ত। এছাড়াও ১৯৬১ সালে কিউবা কমিউনিস্ট দলের প্রতিষ্ঠালগ্ন থেকে মৃত্যুর আগ পর্যন্ত তিনি এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

১৯২৬ সালের ১৩ অগাস্ট কিউবার পূর্বাঞ্চলীয় ‍ওরিয়েন্তে প্রদেশে বিরান শহরে এই বিপ্লবী নেতার জন্ম।

১৯৭৩ সালে আলজেরিয়ায় অনুষ্ঠিত জোট নিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) চতুর্থ সম্মেলনে অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে বাংলাদেশ ও কিউবা ছিল। সেই সময়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে কিউবার বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রোর সাক্ষাৎ হয়।

সে সময় তিনি বঙ্গবন্ধুকে আলিঙ্গন করে বলেছিলেন, “আমি হিমালয় দেখিনি কিন্তু শেখ মুজিবকে দেখেছি। ব্যক্তিত্ব এবং সাহসিকতায় তিনিই হিমালয়।”

 

টাইমস/এনজে

Share this news on: