জ্বলছে মিয়ানমার, পুলিশের গুলিতে আরও ৮ জন নিহত

মিয়ানমারে জান্তা সরকারের আগ্রাসন ভয়াবহ রূপ নিচ্ছে। প্রতিদিনই দেশটির রাজপথে প্রাণ ঝরছে মানুষের। শুক্রবারও (১৯ মার্চ) ৮ জনকে গুলি করে হত্যা করেছে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী।

রয়টার্স বলছে, দেশটির অংবান শহরে শুক্রবার সকালে জান্তা সরকার বিরোধী বিক্ষোভ মিছিল বের হয়। এসময় পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা বিক্ষোভকারীদের বাধা দিলে উভয়পক্ষে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়।

এসময় নিরাপত্তা বাহিনীর গুলিতে ৮ জন নিহত হন। আহত হয়েছেন বহু মানুষ। বিক্ষোভকারীদের ইট-পাটকেল নিক্ষেপে কয়েকজন পুলিশ সদস্যও আহত হয়েছেন।

এদিকে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, অংবান শহরে সেনা সরকারের বিরুদ্ধে বিক্ষোভ চলাকালে পুলিশের ওপর ইট-পাটকলে ছুড়লে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এসময় পুলিশ টিয়ারগ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।

মিয়ানমারের স্থানীয় গণমাধ্যম বলছে, বিক্ষোভকারীরা রাস্তায় ব্যারিকেড তৈরি করে। পুলিশ ওই ব্যারিকেড সরিয়ে দিতে গেল বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষ হয়। এসময় পুলিশ গুলি চালায়। অংবান ছাড়াও দেশটির মান্দালয়, মিয়ানগ্যান, কাথা ও মিয়াওয়াডিতেও জান্তা সরকার বিরোধী বিক্ষোভ হয়েছে বলে জানিয়েছে দেশটির স্থানীয় গণমাধ্যম।

 

টাইমস/এসএন

Share this news on: