জাপানে শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

জাপানে ৭ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় শনিবার (২০ মার্চ) সকাল ৬ টা ৯ মিনিটে দেশটির উত্তর-পূর্ব উপকূলে এটি আঘাত হানে। দেশটির আবহাওয়া বিভাগ এ তথ্য দিয়েছে।

জাপানের আবহাওয়া বিভাগ জানিয়েছে, প্রশান্ত মহাসাগরীয় জলসীমায় মিয়াগি অঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানে। যার গভীরতা ছিল ৬০ কিলোমিটার। প্রবল শক্তিশালী এ ভূমিকম্প অনুভূত হওয়ার পর দেশটিতে জরুরি সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

জাপানের সরকারি সম্প্রচার মাধ্যমের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ভূমিকম্পের প্রভাবে জাপানের উপকূলে সমুদ্রের ঢেউ এক মিটার পর্যন্ত উঁচু হতে পারে। যা থেকে সৃষ্টি হতে পারে সুনামি।

 

টাইমস/এসএন

Share this news on:

সর্বশেষ