বাণিজ্য মেলার সময় একদিন বাড়লো

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার (ডিআইটিএফ) দুইদিন সময় বাড়ানোর জন্য ব্যবসায়ীদের আবেদনের পরিপ্রেক্ষিতে মেলার মেয়াদ এক দিন বাড়িয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এর ফলে ক্রেতারা শনিবারও মেলায় গিয়ে কেনাকাটা করার সুযোগ পাবেন।

কয়েকদিন আগে মেলায় স্টল নেওয়া ৮০-৯০ জন ব্যবসায়ী মেলার দুইদিন সময় বাড়ানো জন্য বাণিজ্য মন্ত্রণালয়ে আবেদন করেন। যার প্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয় একদিন সময় বাড়িয়ে দেন।

উল্লেখ্য, মেলা শুরু হয়েছিল জানুয়ারি মাসের ৯ তারিখ। এর শেষ তারিখ ছিল ৮ ফেব্রুয়ারি। একদিন সময় বাড়ানোয় মেলা শেষ হবে ৯ ফেব্রুয়ারি।

বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) মেলা আয়োজক কমিটির সদস্য সচিব মোহাম্মদ আবদুর রউফ জানান, ব্যবসায়ীদের আবেদনের পরিপ্রেক্ষিতে মেলার সময় বাণিজ্য মন্ত্রণালয় এক দিন বাড়িয়ে দিয়েছে। তবে দোকান মালিকদের কাছ থেকে এই এক দিনের জন্য ভাড়া নেওয়া হবে।

 

টাইমস/এসআর/এইচইউ

Share this news on: