পিকে হালদারের আরেক নারী সহযোগী বিমানবন্দরে গ্রেপ্তার

অর্থ আত্মসাৎ ও অর্থপাচার মামলার কুখ্যাত আসামি বিদেশে পলাতক প্রশান্ত কুমার (পিকে) হালদারের ঘনিষ্ঠ সহযোগী শ্রভ্রা রানী ঘোষকে গ্রেপ্তার করা হয়েছে। পিকে হালদারকে সহযোগীতার অভিযোগে তাকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গ্রেপ্তার শুভ্রা রানী ঘোষ ওয়াকামা ইন্টারন্যাশনাল নামে একটি কোম্পানির পরিচালক।

সোমবার (২২ মার্চ) সকালে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দুদকের পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদকের এই পরিচালক জানান, গ্রেপ্তার শুভ্রা রানী ঘোষ দেশের বাইরে পালিয়ে যাওয়ার জন্য বিমানবন্দরে গিয়েছিলেন। সেখান থেকে দুদকের কর্মকর্তারা তাকে গ্রেপ্তার করে। শুভ্রা রানী ঘোষ অর্থপাচারসহ পিকে হালদারের সকল অপকর্মের সঙ্গী। তাদের আরও সহযোগী আছে, যারা দুদকের নজরদারীতে রয়েছে।

দুদক পরিচালক প্রণব কুমার ভট্টাচার্য্য বলেন, রোববার ওয়াকামা ইন্টারন্যাশনাল নামের ওই 'কাগুজে কোম্পানির' পরিচালকসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে দুদক মামলা দায়ের করে। এরপরই বিদেশে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেন শুভ্রা রানী ঘোষ।

 

টাইমস/এসএন

Share this news on: