রাষ্ট্রীয় সফরে ঢাকায় পৌছেছেন নেপালের প্রেসিডেন্ট

ঢাকায় পৌছেছেন নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভাণ্ডারী। রাষ্ট্রপ্রতি মো. আবদুল হামিদের আমন্ত্রণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে দুদিনের রাষ্ট্রীয় সফরে তিনি ঢাকায় এসেছেন। এটিই বাংলাদেশে নেপালের কোনো রাষ্ট্রপ্রধানের প্রথম সফর।

সোমবার (২২ মার্চ) সকাল ১০টার দিকে বিদ্যা দেবী ভাণ্ডারী ও তার সফরসঙ্গীদের বহনকারী চার্টার্ড বিমানের একটি ফ্লাইট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এসময় ২১ বার তোপধ্বনি দিয়ে নেপালের প্রেসিডেন্টকে সম্মানপ্রদর্শন করা হয়।

জানা গেছে, সোমবার বিকালে নেপালের রাষ্ট্রপ্রধান একাত্তরের মহান শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে সাভারে জাতীয় স্মৃতিসৌধে যাবেন। সেখানে তিনি একটি গাছের চারা রোপন করবেন।

একই দিন বিকালে প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন বিদ্যা দেবী ভাণ্ডারী। পরে তিনি জাতীয় প্যারেড গ্রাউন্ডে মুজিববর্ষের অনুষ্ঠানে যোগ দেবেন। ২৩ মার্চ মঙ্গলবার সফর শেষ করবেন নেপালের রাষ্ট্রপ্রধান।

 

টাইমস/এসএন

Share this news on: