মেহেরপুরে নুর হত্যা মামলায় পাঁচ জনের যাবজ্জীবন

মেহেরপুরের সদরের নুর হত্যা মামলায় পাঁচ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ রিপতি কুমার বিশ্বাস এই রায় দেন।

দণ্ডিতরা হলেন সদর উপজেলার হিজুলী গ্রামের আইজুদ্দিনের ছেলে সাগর হোসেন, আলী মহালদারের ছেলে মোহাম্মদ হক, মফিজ উদ্দিনের ছেলে মোহাম্মদ সোনা, তাহাজ উদ্দিনের ছেলে আলফাজ উদ্দিন ও নজির উদ্দিনের ছেলে হামিদুল ইসলাম। এদের মধ্যে আলফাজ, হামিদুল ও সোনা পলাতক রয়েছেন।

এ বিষয়ে অতিরিক্ত পিপি কাজী শহিদুল ইসলাম জানান, ২০১০ সালের ২০ মার্চ রাতে জমি সংক্রান্ত বিরোধের জেরে হিজুলী গ্রামের ব্যবসায়ী নূর ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। পরদিন পুলিশ গ্রামের মাঠ থেকে তার লাশ উদ্ধার করে।

এই ঘটনায় নূর ইসলামের স্ত্রী সাকেলা খাতুন বাদী হয়ে ১১ জনকে আসামি করে মেহেরপুর সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক কামাল হোসেন পাঁচ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।

 

টাইমস/এসজে

Share this news on: