উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন

কক্সবাজারের উখিয়ায় বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিজের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি।

সোমবার (২২ মার্চ) বিকেল তিনটার দিকে বালুখালী ক্যাম্পে আগুন লাগে। তবে আগুনের সূত্রপাতের সঠিক কারণ এখন পর্যন্ত জানা যায়নি।

বালুখালী ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ তানজীম জানিয়েছেন, ফায়ার সার্ভিসের উখিয়া, রামু ও কক্সবাজার স্টেশনের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অনেক ঘর ও মালামাল পুড়ে গেছে।

তিনি আরও বলেন, সোমবার দুপুরে আগুনের সূত্রপাত হয়। এখনও আগুন জ্বলছে। ফায়ার সার্ভিস, উখিয়া পুলিশ, এপিবিএন, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সবাইকে অগ্নিকাণ্ডের খবর দেয়া হয়েছে। আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু হয়েছে।

 

টাইমস/এসএন

Share this news on: