ঈশ্বরগঞ্জে যৌতুকের মামলা তুলে না নেয়ায় গৃহবধূকে নির্যাতন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে যৌতুকের মামলা তুলে না নেয়ায় এক গৃহবধূকে প্রকাশ্য লাঠি দিয়ে পেটানোর ভিডিও ভাইরাল হয়েছে। এ ঘটনায় সোমবার (২২ মার্চ) দুপুরে গৃহবধূ ইয়াসমিন আক্তার (২৩) বাদী হয়ে জীবনের নিরাপত্তা চেয়ে ময়মনসিংহ অতিরিক্ত চিফ জুডিশিয়াল আদালতে অভিযোগ দায়ের করেন।

গৃহবধূ ইয়াসমিন আক্তার উপজেলার উচাখিলা ইউনিয়নের বালিহাটা গ্রামের শহিদুল ইসলামের মেয়ে।

রোববার (২১ মার্চ) ভুক্তভোগী গৃহবধূর বড় ভাই মাহবুব আলমের ফেসবুক আইডি থেকে ‘হৃদয়ে ঈশ্বরগঞ্জ’ পেজে ভিডিওটি শেয়ার করা হয়। ১২ সেকেন্ডের ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, একটি ধানক্ষেতের আইলের ওপর গৃহবধূ ইয়াসমিনকে ধরে রেখেছেন দুজন নারী। আর এক ব্যক্তি লাঠি দিয়ে তাকে বেধড়ক পেটাচ্ছেন।

মামলার বিবরনে জানা যায়, ২০১৮ সালের অক্টোবর মাসে ফুফা আবুল কালামের ছেলে পাবেল মিয়ার সঙ্গে বিয়ে হয় ইয়াসমিন আক্তারের। বিয়ের পর থেকে পাবেল যৌতুকের জন্য নির্যাতন করে আসছেন। গত বছরের ১ নভেম্বর ১০ লাখ টাকা যৌতুকের জন্য স্বামী ও তার পরিবার ইয়াসমিনকে পিটিয়ে গুরুতর আহত করে। তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ৮ দিন চিকিৎসা নেন। পরে ৮ নভেম্বর বাদী হয়ে ময়মনসিংহের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে মামলা দায়ের করেন ইয়াসমিন। ওই মামলায় মো. পাবেল মিয়াকে ১ মার্চ গ্রেপ্তার করে পুলিশ।

এ ঘটনায় পাবেলের চাচা মামলা তুলে নেয়ার জন্য হুমকি দেন। এতে রাজি না হলে গত ১০ মার্চ চাচা আনোয়ার, চাচাতো ভাই তানভীন আলম, চাচা আনোয়ার হোসেন, চাচাতো বোন তানবিনা আক্তার তাকে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। পরে ইয়াসমিনের ভাই তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাপাতালে ভর্তি করেন।

হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে সোমবার (২২ মার্চ) দুপুরে জীবনের নিরাপত্তা চেয়ে ময়মনসিংহ অতিরিক্ত চিফ জুডিশিয়াল আদালতে মামলা করেন গৃহবধূ ইয়াসমিন আক্তার।

এ বিষয়ে ময়মনসিংহের পুলিশ সুপার (এসপি) আহমার উজ্জামান বলেন, নারীর প্রতি সংহিংসতা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। ইতোমধ্যেই দোষীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জকে নির্দেশ দেয়া হয়েছে।

 

টাইমস/এসজে

Share this news on:

সর্বশেষ

img
চট্টগ্রামে বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত May 09, 2024
img
বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা May 09, 2024
img
সোহেল চৌধুরী হত্যা মামলার রায় আজ May 09, 2024
img
৫ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ স্বাভাবিক May 09, 2024
img
প্রথম ফ্লাইটে সৌদি গেলেন ৪১৩ জন হজযাত্রী May 09, 2024
img
প্রকৌশলীদের নিরলস পরিশ্রমেই ডিজিটাল বাংলাদেশ এখন দৃশ্যমান : প্রধানমন্ত্রী May 09, 2024
img
বগি লাইনচ্যুত: ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন যোগাযোগ বন্ধ May 09, 2024
img
প্রথম ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন যারা May 09, 2024
img
ধান কাটা, ঝড়-বৃষ্টির কারণে ভোটার উপস্থিতি কম ছিল, তবে সন্তোষজনক : ওবায়দুল কাদের May 08, 2024
img
২৩ ফুট লম্বা শাড়ির আঁচলে রূপকথার পরী আলিয়া! May 08, 2024