খুলনায় লস্কর হত্যা মামলায় এক আসামির যাবজ্জীবন

খুলনায় লঞ্চের লস্কর আইয়ুব আলী (৪০) হত্যা মামলায় এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন অদালত। পাশাপাশি তাকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সাজাপ্রাপ্ত আসামির নাম মো. রায়হান সরদার। তিনি যশোরের চাঁচড়া এলাকার মৃত হাকিম সরদারের ছেলে।

মঙ্গলবার (২৩ মার্চ) দুপুরে খুলনা জেলা ও দায়রা জজ মো. মশিউর রহমান চৌধুরী এ রায় ঘোষণা করেন। এ মামলার অপর এক আসামি অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় শিশু আদালতে তার বিচারকার্য চলছে।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ৬ অক্টোবর একটি লঞ্চ কয়রা উপজেলার ভাণ্ডার পোল এলাকায় পৌঁছায়। লঞ্চ থেকে নামার সময় দুই যাত্রী তাদের টিকিট দেখাতে পারেনি। এ নিয়ে ওই লঞ্চের লস্কর আইয়ুব আলীর সাথে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে রায়হান (৩৫) পকেট থেকে ছুরি বের করে আইয়ুব আলীর পেটে ঢুকিয়ে দেয়।

অপর যাত্রী তামিম হাসান আকাশও (১৫) হামলায় অংশ নেয়। এ সময় উপস্থিত জনতা তাদের দুজনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।

আহত আইয়ুব আলীকে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনার পর দিন লঞ্চ মাস্টার মো. আলমগীর মোল্লা বাদী হয়ে কয়রা থানায় হত্যা মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা একই বছরের ৩০ নভেম্বর রায়হান সরদারকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।

 

টাইমস/এসজে

Share this news on: