নোয়াখালীতে নারীকে বিবস্ত্র করে নির্যাতন: আরেক মামলায় অভিযোগ গঠন

নোয়াখালীর বেগমগঞ্জের একলাশপুরে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় দায়ের করা মামলায় দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ারসহ ১৩ আসামির বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন করেছে আদালত। একই সঙ্গে মামলার আরেক আসামি ইউনিয়ন পরিষদ সদস্য মোয়াজ্জেম হোসেন সোহাগকে অব্যাহতি দেয়া হয়েছে।

বুধবার (২৪ মার্চ) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক জয়নাল আবেদীন শুনানি শেষে এ আদেশ দেন।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী মামুনুর রশিদ লাভলু জানান, শুনানিকালে চার্জশিটভুক্ত আসামিদের মধ্যে ৯ জন আদালতে উপস্থিত ছিলেন। বাকি চারজন পলাতক রয়েছে।

গত বছর ২ সেপ্টেম্বর জেলার বেগমগঞ্জ উপজেলার জয়কৃষ্ণপুর গ্রামে ঘরে ঢুকে এক নারীকে বিবস্ত্র করে নির্যাতন ও মোবাইল ফোনে সেই ভিডিও ধারণ করে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়। এতে ওই নারী বাদী হয়ে এ ঘটনায় বেগমগঞ্জ মডেল থানায় ধর্ষণ, নির্যাতন এবং পর্নোগ্রাফি আইনে পৃথক তিনটি মামলা করেন।

পিবিআই তদন্ত শেষে তিনটি মামলায়ই আদালতে অভিযোগপত্র দেয় গত ১৫ ডিসেম্বর। এর মধ্যে ধর্ষণ মামলায় আদালতে অভিযোগ গঠন করা হয়েছে গত ১৭ ফেব্রুয়ারি। পর্নোগ্রাফি মামলায় এখনও অভিযোগ গঠিত হয়নি।

ধর্ষণ মামলায় আসামি হয়ে কারাগারে রয়েছেন দেলোয়ার হোসেন।

 

টাইমস/এসজে

 

Share this news on: