শ্রীলঙ্কার বিপক্ষে খেলবেন সাকিব, তবে...

শ্রীলঙ্কার সফরে দলের হয়ে মাঠে নামবেন সাকিব আল হাসান। আগামী মে মাসে বাংলাদেশ সফরে আসবে শ্রীলঙ্কা। ওই সফরে ওয়ানডে দলে খেলবেন বিশ্বসেরা অলরাউন্ডার। তবে বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফরে টেস্ট খেলবেন না সাকিব আল হাসান।

বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান গণমাধ্যমকে এসব বিষয় নিশ্চিত করেছেন।

আকরাম খান জানিয়েছেন, আগামী ১৫ থেকে ১৭ মে’র মধ্যে বাংলাদেশে পা রাখবে শ্রীলঙ্কা ওয়ানডে দল। মে মাসেই শুরু হবে ওয়ানডে সিরিজ। আন্তর্জাতিক ক্রিকেটের বিরতি কাটিয়ে এই সিরিজে খেলবেন সাকিব।

বিসিবির ডিরেক্টর হায়দার আলী গণমাধ্যমকে জানিয়েছেন, সাকিবের আইপিএল খেলতে যেতে বাধা নেই। তার অনাপত্তিপত্র বহাল রয়েছে। সাকিবকে দেয়া অনাপত্তিপত্রের মেয়াদ ১৮ মে পর্যন্ত। তারপর তাকে আবার জাতীয় দলে নিয়মিত হতে হবে। যদিও ৩০ মে পর্যন্ত আইপিএল চলবে।

প্রসঙ্গত, সম্প্রতি শ্রীলঙ্কা সফর সাকিবের ছুটি নেয়ার ঘটনায় দেশে ব্যাপক সমালোচনা শুরু হয়। এমন খবর রটে যায় যে, ভারতে অনুষ্ঠিতব্য আইপিএল খেলতেই জাতীয় দল থেকে ছুটি নিয়েছেন সাকিব। এ ইস্যূতে বিসিবি ও সাকিবের পক্ষ থেকে পাল্টাপাল্টি বক্তব্য গণমাধ্যমে এসেছে।

 

টাইমস/এসএন

Share this news on: