করোনামুক্ত হলেন কাজী হায়াৎ

টানা ১৪ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর অবশেষে করোনামুক্ত হয়ে বাড়ি ফিরেছেন স্বনামধন্য চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, অভিনেতা ও গল্পকার কাজী হায়াৎ। শনিবার তার করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসায় রোববার বেলা ১১টার দিকে তাকে হাসপাতাল থেকে বাসায় নিয়ে যাওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে তার ছেলে চিত্রনায়ক কাজী মারুফ।

তিনি বলেন, ‘সকলের দোয়া ও সহযোগিতার কারণে আব্বাকে নিয়ে বাসায় ফিরতে পেরেছি। আল্লাহর কাছে শুকরিয়া এবং সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

অভিনেতা আরও জানান, ‘আব্বার করোনা রিপোর্ট নেগেটিভ ও অক্সিজেন লেভেল স্বাভাবিক হয়েছে, তবে এখনো তিনি পুরোপুরি সুস্থ নন। করোনা পরবর্তী সময়টা বেশ ঝুঁকিপূর্ণ। তাই কয়েকটা দিন ওনাকে সম্পূর্ণ বিশ্রামে থাকাতে বলেছেন চিকিৎসকরা। সবাই আব্বার জন্য দোয়া করবেন। ’

এদিকে বাবা বাসায় ফিরে আসায় দারুন খুশি তার মেয়ে কাজী আফরোজা মিম। তিনি বলেন, এ যেন যুদ্ধজয়ের আনন্দ। সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া আদায় করেন তিনি।

গত ১০ মার্চ স্ত্রীসহ করোনায় আক্রান্ত হন বরেণ্য নির্মাতা কাজী হায়াৎ। কয়েকদিন বাসায় চিকিৎসা নিয়ে গত ১৫ মার্চ তারা একসঙ্গে ধানমন্ডির একটি হাসপাতালে ভর্তি হন। গত ২ মার্চ করোনাভাইরাসের টিকা নেন নির্মাতা কাজী হায়াৎ। এরপর ৫ মার্চ থেকে তিনি জ্বর জ্বর অনুভব করেন। জ্বর নিয়ে নমুনা পরীক্ষা করালে তার করোনা রিপোর্ট পজিটিভ আসে। এরপর তার স্ত্রী পরীক্ষা করালে সেই রিপোর্টও পজিটিভ আসে।

সম্প্রতি কাজী হায়াৎ অভিনয় করেছেন হিরো আলম প্রযোজিত ‘টোকাই’ ছবিতে। এ ছবিতে অভিনয়ের জন্য ২৬ ফেব্রুয়ারি থেকে ৬ মার্চ পর্যন্ত শুটিংয়ে অংশ নেন।

 

টাইমস/এসজে

Share this news on: