ছাত্র অধিকার পরিষদের ৩০ নেতাকর্মী কারাগারে

নরেন্দ্র মোদির ঢাকা সফর বিরোদী বিক্ষোভ চলাকালে রাজধানী থেকে আটক ছাত্র অধিকার পরিষদের ৩০ নেতাকর্মীকে দু’দিনের রিমান্ড শেষে কারাগারে নেয়া হয়েছে। রিমান্ড শেষে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

সোমবার (২৯ মার্চ) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াছির আহসান চৌধুরী এ আদেশ দেন।

মতিঝিল থানার এসআই সফিকুল ইসলাম আকন্দ জানান, রিমান্ড শেষে আসামিদের কারাগারে নেয়ার জন্য আদালতে আবেদন করে পুলিশ। আদালত পুলিশের আবেদন মঞ্জুর করেন।

এসময় আদালতে আসামিপক্ষের আইনজীবী হিসেবে সিরাজুল ইসলাম, খাদেমুল ইসলাম ও তৌফিক শাহরিয়ার জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করেন।

এর আগে গত ২৬ মার্চ ছাত্র অধিকারের ৩০ নেতাকর্মীর দু’দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

 

টাইমস/এসএন

Share this news on: