রাজশাহী বিএনপির শীর্ষ চার নেতার নামে গ্রেপ্তারি পরোয়ানা

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনুসহ রাজশাহী মহানগর বিএনপির চার শীর্ষ নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার ইঙ্গিতপূর্ণ বক্তব্য দেয়ায় তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলার পর এ পরোয়ানা জারি করা হয়।

বুধবার (৩১ মার্চ) রাষ্ট্রদ্রোহ মামলার তদন্ত প্রতিবেদন গ্রহণ করে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাইফুল ইসলাম এ পরোয়ানা জারি করেন।

আসামিরা হলেন, বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র ও মহানগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল ও সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন।

এর আগে মামলাটি দায়ের করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোসাব্বিরুল ইসলাম। মামলায় বলা হয়, ২ মার্চ রাজশাহীতে অনুষ্ঠিত বিএনপির সমাবেশে বক্তব্যকালে মিজানুর রহমান মিনু প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার ইঙ্গিতপূর্ণ বক্তব্য দেন।

 

টাইমস/এসএন

Share this news on: