সচিবদের নিয়ে জরুরি বৈঠকে মন্ত্রিপরিষদ সচিব

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সারাদেশে লকডাউন দিয়েছে সরকার। লকডাউনের সময়সীমা ও লকডাউন বাস্তবায়নের কৌশল নির্ধারণে জরুরি বৈঠকে বসেছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

শনিবার (৩ এপ্রিল) বিকাল ৪টায় ভার্চুয়াল মাধ্যমে বৈঠক শুরু হয় বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিবের একান্ত সচিব মাহমুদ ইবনে কাসেম।

বৈঠকে সভাপতিত্ব করেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। এতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ড. আহমদ কায়কাউসসহ সব মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব এবং সচিবরা অংশ নিয়েছেন।

এছাড়া বৈঠকে তিন বাহিনীর প্রতিনিধি, পুলিশের মহাপরিদর্শক, বিজিবির মহাপরিচালক, আনসারের মহাপরিচালকসহ গোয়েন্দা সংস্থার প্রধানদের প্রতিনিধিরাও অংশ নেন।

 

টাইমস/এসএন

Share this news on: