সারাদেশে যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ

করোনা সংক্রমণ রোধে সোমবার থেকে সারাদেশে লকডাউন ঘোষণা করেছে সরকার। পরবর্তী এক সপ্তাহ লকডাউন চলবে। লকডাউনের কারণে সব ধরনের যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ রাখা হবে বলে জানা গেছে। তবে মালবাহী নৌযানগুলো চলবে।

শনিবার (৩ এপ্রিল) বিআইডব্লিউটিএ'র চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

কমডোর গোলাম সাদেক বলেন, সোমবার সকাল ৬টা থেকে সারাদেশের সব রুটের যাত্রীবাহী নৌযান বন্ধ থাকবে। তবে মালবাহী জাহাজগুলো চলবে।

এর আগে শনিবার সকালে এক ভার্চুয়াল ব্রিফিংয়ে লকডাউনের কথা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সোমবার থেকে শুরু হয়ে আগামী এক সপ্তাহ লকডাউন কার্যকর থাকবে।

 

টাইমস/এসএন

Share this news on: