প্রশান্ত মহাসাগরে চীনা রণতরী, নতুন উদ্বেগ

প্রশান্ত মহাসাগরে জাপানের জলসীমার কাছাকাছি এলাকায় যুদ্ধবিমানবাহী রণতরী মোতায়েন করেছে চীন। রোববার (৪ এপ্রিল) এঘটনা ঘটে। এতে প্রশান্ত মহাসাগরে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার যৌথ সামরিক মহড়ার পরই চীনের এমন প্রতিক্রিয়া গুরুত্বের সঙ্গে দেখছেন বিশ্লেষকরা।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এঘটনায় উদ্বেগ জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চীনের বিমানবাহী রণতরী লিয়নিংয়ের পাশে আরও পাঁচটি সামরিক যুদ্ধজাহাজ ছিল। এগুলো রণতরীকে পাহারা দিয়ে নিয়ে যাচ্ছিল।

রোববার সকাল ৮টার দিকে জাপানের দক্ষিণাঞ্চলীয় নাগাসাকি প্রদেশের দানজো দ্বীপ থেকে ৪৭০ কিলোমিটার দূরে রণতরী হাজির করে চীন। পরে চীনা রণতরীর বহরটি জাপানের ওকনাওয়া ও মিয়াকো দ্বীপের মাঝখান দিয়ে চলে যায়।

এদিকে ২০২০ সালের পর এই প্রথম প্রশান্ত মহাসাগরে চীনা রণতরীর উপস্থিতি ওই অঞ্চলে নতুন উদ্বেগ সৃষ্টি করেছে। শনিবার পূর্ব প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার যৌথ সামরিক মহড়ার পরপরই চীনা রণতরীর উপস্থিতি কোনও ভাবেই স্বাভাবিক বার্তা দিচ্ছে না।

 

টাইমস/এসএন

Share this news on: