“জীবনে দ্বন্দ্ব আছে তাই জীবন বৈচিত্র্যময়”

স্যার থমাস মুর ছিলেন একজন ইংরেজ আইনজ্ঞ, সমাজ দার্শনিক, লেখক, কূটনীতিক ও রেনেসাঁ যুগের একজন মানবতাবাদী। থমাস মুরের জন্ম ১৪৭৮ সালের ৭ ফেব্রুয়ারি।

থমাস মুর প্রটেস্ট্যান্ট সংস্কারের সম্পূর্ন বিপক্ষে ছিলেন এবং সংস্কারের পক্ষে যারা ধর্মতত্ত্ব দিয়েছিলেন বিশেষ করে মার্টিন লুথার ও উইলিয়াম টিন্ডেলের মত লেখকদের বই তিনি পুরিয়ে ফেলেছিলেন।

তিনি ১৫২৯ সাল থেকে ১৬ মে ১৫৩২ পর্যন্ত ইংল্যান্ডের রাজা হেনরি অষ্টম এবং লর্ড চ্যান্সেলরের কাউন্সিলর হিসেবে কর্মরত ছিলেন। তার বিখ্যাত বই ‘ইউটোপিয়া’। এছাড়াও তার উল্লেখযোগ্য বইগুলি হচ্ছে লাইফ অব জন পিকাস, রেসপন্সিও এড লুথেরাম, এপিস্টোলা এড পোমের‍্যানাম, ফোর লাস্ট থিংস প্রভৃতি।

তিনি ১৫৫৩ খৃষ্টাব্দের ৬ জুলাই মৃত্যুবরণ করেন।

তার একটি বিখ্যাত উক্তি-

“নদীতে স্রোত আসে তাই নদী বেগবান,
জীবনে দ্বন্দ্ব আছে তাই জীবন বৈচিত্র্যময়।”

 

টাইমস/এনজে

Share this news on: