টিসিবির পণ্য কিনতে স্বাস্থ্যবিধি মানছেন না ক্রেতারা

করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশব্যাপী লকডাউন চলছে। এমন অবস্থার মধ্যেই আসন্ন রমজান উপলক্ষে রাজধানীতে পণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। কিন্তু টিসিবির পণ্য ক্রয় করতে এসে ক্রেতারা স্বাস্থ্যবিধি মানছেন না।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) বিকেল ৩টার দিকে রাজধানীর বাড্ডা এলাকায় টিসিবির পণ্য কিনতে ক্রেতাদের দীর্ঘ লাইন দেখা যায়। এসময় ক্রেতাদের স্বাস্থ্যবিধি মানতে দেখা যায়নি। ছিল না সামাজিক দুরত্ব, অনেকের মুখে ছিল না মাস্ক।

টিসিবির একটি সূত্র জানিয়েছে, রমজান মাস উপলক্ষে চিনি, মসুর ডাল, সয়াবিন তেল, খেজুর ও পেঁয়াজ কম দামে বিক্রি করছে টিসিবি। কিন্তু পণ্য কিনতে আসা ব্যক্তিরা স্বাস্থ্যবিধি মানছেন না।

টিসিবির সূত্রটি আরও জানায়, ক্রেতারা মাস্ক পরছেন না। লাইনে না দাড়িয়ে জটলা করছেন তারা। এভাবে চলতে থাকলে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম হুমকির মুখে পড়তে পারে।

 

টাইমস/এসএন

Share this news on: