খেলাপি ঋণ আর বাড়বেনা: অর্থমন্ত্রী

ঋণ খেলাপি আর বাড়বে না জানিয়ে অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল বলেছেন, আমার কমিটমেন্ট ছিল খেলাপি ঋণ আর বাড়বে না। যেদিন বলেছি, সেইদিন থেকে আজ পর্যন্ত এক টাকাও খেলাপি ঋণ বাড়েনি,বাড়বেও না।

বৃহস্পতিবার শেরে বাংলা নগরে পরিকল্পনা কমিশনে মন্ত্রীর দফতরে ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন।

ব্যবসায়িক পরিবেশ দেওয়া হবে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, আমার দরকার রাজস্ব, আপনাদের দরকার ব্যবসায়িক পরিবেশ। আমাকে রাজস্ব দিন, পরিবেশ আমি নিশ্চিত করব।

এসময় ব্যবসায়ীরা ব্যাংক ঋণের সুদহার, দ্বৈত ব্যবসার সমস্যাসহ কর ও খেলাপি ঋণ সংক্রান্ত জটিলতা সমাধানের দাবি জানান।

দাবির প্রেক্ষিতে মন্ত্রী বলেন, আপনাদের আগে অনেকেই বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিয়েছেন। তবে আমার তরফ থেকে শুধু প্রতিশ্রুতি নয়, এগুলো বাস্তবতা। সব প্রতিশ্রুতিই বাস্তবায়ন করা হবে।

একাধিক রেটে ভ্যাট আইন কার্যকর করা হবে বলেও জানান মন্ত্রী।

 

টাইমস/এমএএইচ/এইচইউ

Share this news on: