ইন্দোনেশিয়ার দোকানঘর থেকে ১৯৩ বাংলাদেশি উদ্ধার

ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের মেদান শহরের একটি বদ্ধ দোকানঘর থেকে ১৯৩ বাংলাদেশি নাগরিককে উদ্ধার করেছে দেশটির অভিবাসন কর্তৃপক্ষ। মালয়েশিয়ায় নিয়ে যাওয়ার প্রলোভনে তাদের সেখানে নিয়ে গিয়ে আটকে রাখা হয় বলে অভিবাসন কর্মকর্তার বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রার অভিবাসন প্রধান ফেরি মেনাং সিহিত বলেন, এসব বাংলাদেশি মানবপাচারের শিকার হয়েছেন। মালয়েশিয়ায় নিয়ে গিয়ে ভালো কাজের সুযোগ দেয়ার লোভের ফাঁদে ফেলে তাদের এখানে নিয়ে আসা হয়েছে। সুমাত্রা দ্বীপের মেদানে তারা তালাবদ্ধ অবস্থায় ছিলেন।

বুধবার রাতে উদ্ধারের সময় তাদের সবাইকেই সুস্থ অবস্থায় দেখা গেছে। বাংলাদেশি নাগরিকদের উদ্ধারের পর অভিবাসন বন্দিশালায় রাখা হয়েছে। সিহিতে জানান, সেখান থেকে তাদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হতে পারে।

আটকদের একজন ৩৯ বছর বয়সী মাহবুব বলেন, তিন মাস ধরে তাদের কয়েকজনকে এভাবে আটকে রাখা হয়েছিল। আমাদের মালয়েশিয়ায় যাওয়ার কথা ছিল। এজন্যই আমরা বালির উদ্দেশে বাংলাদেশ ছেড়েছিলাম। এরপর চারদিনের বাস সফর শেষে এখানে পৌঁছাই। সবাই প্রতারিত হয়েছেন বলে দাবি করেন তিনি।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ভবনের ভেতর থেকে সন্দেহজনক শোরগোলের খবর পাওয়ার পর স্থানীয়রা কর্তৃপক্ষকে খবর দেন। উদ্ধার হওয়া এসব লোকজন রোহিঙ্গা নন বলে জানিয়েছেন মেনাং সিহিত।

 

টাইমস/এইচইউ

Share this news on: