বিশ্বসেরা ব্যাটসম্যান বাবর আজম

বিশ্বের এক নম্বর ব্যাটসম্যানের জায়গা টানা তিন বছর দখলে রেখেছিলেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। কিন্তু এবার তাকে নেমে যেতে হলো দুই নম্বরে। তিনি এখন বিশ্বের দুই নম্বর সেরা ব্যাটসম্যান। বিশ্বসেরা ব্যাটসম্যানের জায়গা এখন কোহলিদের চিরশত্রু পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের দখলে।

আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি’র হালনাগাদ তথ্যে এসব বিষয় নিশ্চিত হওয়া গেছে।

বুধবার (১৪ এপ্রিল) হালনাগাদ তথ্য অনুযায়ী, বিশ্বসেরা ব্যাটসম্যান হিসেব ৮৬৫ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন বাবর আজম। তার থেকে ৮ রেটিং পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন ভারতের বিরাট কোহলি।

এছাড়া বিশ্বসেরা ব্যাটসম্যানদের এই তালিকায় আরও কয়েকজন পাকিস্তানী ব্যাটসম্যান জায়গা পেয়েছেন। তারা হলেন- ওপেনার ফাখর জামান ও মোহাম্মদ নওয়াজ। সেরা বোলার হিসেবে জায়গা পেয়েছেন পাকিস্তানী পেসার শাহিন শাহ আফ্রিদি।

প্রসঙ্গত, পাকিস্তানের চতুর্থ ব্যাটসম্যান হিসেবে র‌্যাংকিংয়ের এক নম্বরে উঠলেন বাবর আজম। এর আগে জহির আব্বাস (১৯৮৩-৮৪), জাভেদ মিঁয়াদাদ (১৯৮৮-৮৯) এবং মোহাম্মদ ইউসুফ (২০০৩) আইসিসি’র ওয়ানডে র‌্যাংকিংয়ের শীর্ষে উঠেছিলেন।

 

টাইমস/এসএন

Share this news on: