লকডাউনে মোটরসাইকেল ঠেকানোয় হামলা, তিন পুলিশ আহত

মুখে মাস্ক ও মাথায় হেলমেট না থাকায় মোটরসাইকেলের গতি রোধ করায় জয়পুরহাটে তিন ট্রাফিক পুলিশকে মারধরের ঘটনা ঘটেছে। আহত পুলিশ সদস্যদের চিকিৎসা দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) জয়পুরহাট শহরের বিআইডিসি মোড়ে এ ঘটনা ঘটে। ওই ঘটনায় শুক্রবার ৪ জনকে আটক করেছে পুলিশ।

আটকরা হলেন- শহরের বুলুপাড়ার ফকির মণ্ডলের ছেলে সান্টু মণ্ডল, সাহেবপাড়ার মসলেম উদ্দিনের ছেলে চঞ্চল হোসেন, গুলশান মোড়ের আশিকুর রহমান ও রুপনগরের সোলায়মান আলীর ছেলে সাগর মিয়া।

জয়পুরহাট সদর থানার ওসি আলমগীর জাহান গণমাধ্যমকে জানান, করোনা সংক্রমণ রোধে জেলা শহরে লকডাউন নিশ্চিত করতে মোড়ে মোড়ে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন। বৃহস্পতিবার বিকালে মাস্ক ও হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানোর সময় চারজনেক ট্রাফিক পুলিশের সদস্যরা মোটরসাইকেলের গতিরোধ করে। এতে ক্ষেপে গিয়ে স্থানীয় যুবকরা পুলিশের ওপর হামলা চালায়।

এঘটনায় চারজনকে আটক করা হয়েছে উল্লেখ করে ওসি আলমগীর আরও জানান, মামলার প্রস্তুতি চলছে। অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে পুলিশ।

 

টাইমস/এসএন

Share this news on:

সর্বশেষ