কাঁচা আম পাড়া নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে যুবক নিহত

গাছ থেকে আম পাড়া নিয়ে বিরোধের জেরে কিশোরগঞ্জের কুলিয়ারচরে দুই গ্রামবাসীর সংঘর্ষে লিটন মিয়া (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত লিটন কুলিয়ারচর উপজেলার ছয়সূতি ইউনিয়নের মধ্যলালপুর এলাকার আব্বাস আলীর ছেলে।

এঘটনায় আহত হয়েছেন উভয়পক্ষের কমপক্ষে ১০ জন। সংঘর্ষ চলাকালে উভয় গ্রামের অন্তত ২৫টি বাড়িতে ভাংচুল চালানো হয়েছে।

শনিবার (১৭ এপ্রিল) সকাল ৭ টার দিকে কুলিয়ারচর উপজেলার ছয়সূতি ইউনিয়নের মধ্যলালপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, শুক্রবার বিকালে গাছ থেকে কাঁচা আম পাড়াকে কেন্দ্র করে ছয়সূতি এলাকার কাঞ্জিবাড়ি ও উমরাবাড়ির শিশুদের মধ্যে ঝগড়া হয়। এ নিয়ে রাতেই উভয়পক্ষের লোকজন সালিশে বসেন। কিন্তু মীমাংসা ছাড়াই সালিশ বৈঠক শেষ হয়।

পরে শনিবার সকালে উমরাবাড়ির মিশ্রি মিয়ার নেতৃত্বে ১০/১২ জন কাঞ্জিবাড়িতে হামলা চালায়। এ সময় উভয়পক্ষের ২০/২৫ জন সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে কাঞ্জিবাড়ির লিটন মিয়া নিহত হন।

কুলিয়ারচর থানার ইন্সপেক্টর মিজানুর রহমান গণমাধ্যমকে জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। লাশ মর্গে পাঠানো হয়েছে। প্রকৃত অপরাধীকে গ্রেপ্তারে অভিযান চলছে।

 

টাইমস/এসএন

Share this news on: