বাঁশখালীতে বিদ্যুৎকেন্দ্রে সংঘর্ষের ঘটনায় ২ মামলা

চট্টগ্রামের বাঁশখালীতে এস আলম গ্রুপের নিমার্ণাধীন কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে পুলিশ ও শ্রমিকদের সংঘর্ষে হতাহতের ঘটনায় দুইটি মামলা হয়েছে। শনিবার রাতে বাঁশখালী থানায় মামলা দুটি দায়ের করা হয়। এসএম পাওয়ার প্লান্টের পক্ষে চিফ কো-অর্ডিনেটর ফারুক আহমেদ একটি ও পুলিশ বাদী হয়ে অন্য মামলাটি করেছে বলে জানান বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল কবীর।

তিনি আরও বলেন, “বিদ্যুৎকেন্দ্রের পক্ষে করা মামলায় ২২ জনের নাম উল্লেখ ছাড়াও অজ্ঞাত আরও ১০৪০ জনকে আসামি করা হয়েছে। পুলিশের মামলায় অজ্ঞাত দুই থেকে আড়াই হাজার জনকে আসামি করা হয়েছে। বিদ্যুৎকেন্দ্রের করা মামলায় ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ এবং পুলিশের মামলায় কর্তব্য কাজে বাধাসহ আরও কয়েকটি অভিযোগ আনা হয়েছে।”

শনিবার সকালে বাঁশখালী উপজেলার গণ্ডামারা ইউনিয়নে নির্মাণাধীন ১৩২০ মেগাওয়াটের ‘এসএস পাওয়ার প্ল্যান্টে’ সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হন পাঁচ শ্রমিক। এতে আরও অন্তত ২৫জন আহত হন। আহতদের মধ্যে ৩ পুলিশ সদস্যও রয়েছে।

 

টাইমস/এসজে

Share this news on:

সর্বশেষ