জাতীয় নারী ফুটবল দলে করোনার হানা, আক্রান্ত ৫

বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলে হানা দিয়েছে করোনাভাইরাস। এরই মধ্যে দলের পাঁচ খেলোয়াড় করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের অনেকের শরীরেই করোনার উপসর্গ দেখা দিয়েছে।

আক্রান্তরা হলেন- কৃষ্ণা রানী সরকার, ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা, আনাই মোগিনি ও নিলুফার ইয়াসমিন। আক্রান্তদের বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ডরমিটরিতে চিকিৎসা দেয়া হচ্ছে।

জাতীয় নারী ফুটবল দলের কোচ গোলাম রব্বানী ছোটন গণমাধ্যমকে জানান, করোনার উপসর্গ দেখা দিলেও আক্রান্ত ফুটবলারদের শারীরিক অবস্থা ভালো রয়েছে। তারা আশঙ্কামুক্ত। বাফুফের ক্যাম্পেই তাদের চিকিৎসা দেয়া হচ্ছে।

প্রসঙ্গত, গত ৫ এপ্রিল থেকে মেয়েদের চলমান জাতীয় ফুটবল লিগ সর্বাত্মক লকডাউনের কারণে স্থগিত হয়ে যায়। ফলে বসুন্ধরা কিংসের হয়ে খেলা বাংলাদেশ জাতীয় দলের ২১ ফুটবলার বাফুফের ক্যাম্পে চলে আসেন। সেখানেই পাঁচ ফুটবলারের দেহে করোনার উপসর্গ দেখা দেয়।

 

টাইমস/এসএন

Share this news on: