হেফাজত নেতাদের গ্রেপ্তার নিয়ে যা বললেন মির্জা ফখরুল

দেশের ধর্মীয় নেতা ও আলেম-ওলামাদের নির্বিচারে গ্রেপ্তার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গ্রেপ্তার হওয়া বিএনপি নেতাকর্মীসহ সকল আলেম-ওলামার মুক্তি দাবি করেছেন তিনি।

সোমবার (১৯ এপ্রিল) বিকালে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন মির্জা ফখরুল।

বিএনপি মহাসচিব বলেন, গত কয়েক দিন ধরে লকডাউনের সুযোগ নিয়ে সরকার দেশে একটা ক্র্যাকডাউন চালু করেছে। এই ক্র্যাকডাউনে বিএনপির নেতাকর্মীদের ওপর সরকার নির্যাতন শুরু করেছে। বিনা কারণে বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে।

মির্জা ফখরুল আরও বলেন, দেশে একটা অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে। দেশের শীর্ষস্থানীয় ধর্মীয় নেতা ও আলেম-ওলামাদের নির্বিচারে সরকার গ্রেপ্তার করছে। মিথ্যা ও হয়রানিমূলক মামলা দিয়ে আলেম-ওলামাদের নির্যাতন করা হচ্ছে। দেশের ধর্মপ্রাণ মানুষ এই নির্যাতন ও হয়রানি সহ্য করবে না।

বিএনপির এই নেতা বলেন, বায়তুল মোকাররমে যে বিক্ষোভ হয়েছিল, তা শান্তিপুর্ণ ছিল। এটাকে অশান্তিপূর্ণ করে দেয়ার পেছনে পুলিশ ও আওয়ামী লীগের হেলমেটধারী সন্ত্রাসীরা জড়িত। দেশে ঘটে যাওয়া সব বিশৃঙ্খল ঘটনা সরকারের পরিকল্পনায় হয়েছে।

 

টাইমস/এসএন

Share this news on: