ভারতে করোনা আক্রান্ত হয়ে দেশে ফিরেছেন ১৭ জন

গত ১৬ দিনে ভারত থেকে ফিরে আসা যাত্রীদের মধ্যে বেনাপোল স্থল বন্দরে ১৭ জনের কোভিড-১৯ শনাক্ত হয়েছে। এই সময় সন্দেহভাজন ১০৬ জনের নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ পাওয়া গেছে একজন। এ কথা জানিয়েছেন বন্দর কমিউনিটির স্বাস্থ্য কর্মকর্তা সৈয়দ মশিউর রহমান।

শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ইউসুফ আলী বলেন, করোনাভাইরাসসহ ভারতের অন্ধ্র প্রদেশের অজ্ঞাত ভাইরাস প্রতিরোধে সতর্কতা জারি রয়েছে। গত ১৬ দিনে বেনাপোল হয়ে ভারত থেকে ফিরেছেন আট হাজার ৯৫৫ জন বাংলাদেশি। তাদের মধ্যে ১৭ জন করোনাভাইরাসে আক্রান্ত। এছাড়া আরটিপিসিআর সনদ না থাকায় সন্দেহভাজন যাত্রীদের শরীরের নমুনা পরীক্ষা করেও পজিটিভ শনাক্ত হচ্ছে। শনাক্ত রোগীদের যশোর সদর হাসপাতালের পাঠানো হচ্ছে আর অন্য যাত্রীদের হোম কোয়ারান্টাইনে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

বন্দরের ইমিগ্রেশন পুলিশের ওসি আহসান হাবিব বলেন, কোনোভাবে যাতে অন্ধ্রপ্রদেশের গোদাবরী জেলা থেকে কেউ বাংলাদেশে আসতে বা বাংলাদেশ থেকে যারা ভারতে যাচ্ছেন তারা যেন অন্ধ্রপ্রদেশে না যান সেজন্যও সতর্ক করা হচ্ছে।

এদিকে ভারত সরকারের নিষেধাজ্ঞায় দেশের অন্যান্য স্থল বন্দরে ইমিগ্রেশন কার্যক্রম বন্ধ রয়েছে।

 

টাইমস/এসজে

Share this news on: