সৌদি জোটের হয়ে ইয়েমেনে যুদ্ধ করবে না মরক্কো

সৌদি জোটের হয়ে ইয়েমেন যুদ্ধে আর অংশ নেবে না বলে সাফ জানিয়ে দিয়েছে মরক্কো।

সৌদির সঙ্গে উত্তেজনার মধ্যেই এমন ঘোষণা দিল দেশটি।

এছাড়া সৌদি আরবে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূতকেও ডেকে পাঠায় রাবাত।

বৃহস্পতিবার এ ঘোষণা দেয় বলে জানিয়েছে সংবাদ মাধ্যম পার্স ট্যুডে।

মরক্কোর এক সরকারি কর্মকর্তার বরাত দিয়ে খবরে বলা হয়, মরক্কো সেনারা আর সৌদির সঙ্গে ইয়েমেন যুদ্ধে অংশ নিচ্ছে না।

এছাড়া সৌদি নেতৃত্বাধীন জোটের মন্ত্রী পর্যায়ের বৈঠকেও অংশ নেবে না দেশটি।

যদিও এর আগে কখনই ইয়েমেন যুদ্ধে অংশগ্রহণের কথা ফাঁস করেনি মরক্কো।

উল্লেখ্য, ২০১৫ সালের ২৬ মার্চ থেকে দারিদ্র্যপীড়িত ইয়েমেনে সামরিক আগ্রাসন চালাচ্ছে সৌদি আরবের নেতৃত্বাধীন আরব জোট।

 

টাইমস/এমএএইচ/এক্স

Share this news on: