নুরের বিরুদ্ধে রাজশাহীতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে এবার রাজশাহীতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। ফেসবুক লাইভে আওয়ামী লীগ নেতাকর্মীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে তার বিরুদ্ধে এ মামলা হয়েছে।

বুধবার দুপুর ১২টার দিকে রাজশাহী নগর যুবলীগের যুগ্ম সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি বোয়ালিয়া মডেল থানায় মামলার আবেদন করেন। পুলিশ আবেদনটি গ্রহণ করেছে।

বোয়ালিয়া থানার ওসি নিবারণ চন্দ্র বর্মণ গণমাধ্যমকে জানান, আওয়ামী লীগের নেতাকর্মীদের ধর্মীয় মূল্যবোধে আঘাত করে উসকানিমূলক বক্তব্য দেয়ার অভিযোগে নুরুল হক নুরের বিরুদ্ধে মামলা হয়েছে। রাজশাহী মহানগর যুবলীগের যুগ্ম সম্পাদক তৌরিদ আল মাকসুদ রনি মামলার আবেদন করেছেন। তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

এর আগে ফেসবুক লাইভে দেয়া এক বক্তব্যে নুরুল হক নুর বলেন, ‘কোন মুসলমান আওয়ামী লীগ করতে পারেন না।’ নুরের ওই বক্তব্যকে কেন্দ্র করে তার বিরুদ্ধে এর আগে ঢাকার শাহবাগ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। তবে এরই মধ্যে ফেসবুক লাইভে এসে নিজের বক্তব্যের ব্যাপারে ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন নুর।

 

টাইমস/এসএন

Share this news on:

সর্বশেষ