করোনায় বরেণ্য চক্ষু বিশেষজ্ঞ ডা. ফজলুল হকের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশের খ্যাতিমান চক্ষু বিশেষজ্ঞ ও ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চক্ষু বিভাগের সাবেক প্রধান অধ্যাপক ডা. ফজলুল হক মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালের আইসিইউ’তে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি, রাইটস অ্যান্ড রেসপনসিবিলিটিসের (এফডিএসআর) যুগ্ম মহাসচিব ডা. রাহাত আনোয়ার চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

ডা. রাহাত আনোয়ার চৌধুরী গণমাধ্যমকে জানান, দীর্ঘদিন ধরেই অধ্যাপক ডা. ফজলুল হক নানা ধরনের শারীরিক জটিলতায় ভুগছিলেন। সর্বশেষ তিনি করোনায় আক্রান্ত হয়ে গ্রিন লাইফ হাসপাতালে ভর্তি হন। পরে অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেয়া হয়। সেখানেই তিনি বৃহস্পতিবার মারা যান।

 

টাইমস/এসএন

Share this news on:

সর্বশেষ