ইরানি ট্যাংকারে ড্রোন হামলায় নিহত ৩

ইসরাইলের সঙ্গে ইরানের প্রকাশ্য বৈরিতা সবারই জানা। কিন্তু বর্তমানে দেশদুটি ছায়া সংঘাতে পড়েছে। তৃতীয় পক্ষকে ব্যবহার করে ইরান ও ইসরায়েল একে অপরের সামরিক স্থাপনায় ছোট খাটো হামলা অব্যাবহ রেখেছে। তবে দেশদুটি বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে আসছে।

এমন ছায়া সংঘাত চলাকালেই এবার সিরীয় উপকূলে একটি ইরানি ট্যাংকারে হামলার ঘটনা ঘটেছে। এতে তিনজন নিহত হয়েছেন। যাদের সবাই সিরিয়ার নাগরিক।

মিডল ইস্ট আই’এর প্রতিবেদনে বলা হয়েছে, ইরানি ট্যাংকারে হামলায় তিনজন সিরীয় নাগরিক নিহত হয়েছে। যাদের মধ্যে দুজন ক্রু। এছাড়া ট্যাংকারটিও বেশ ক্ষতিগ্রস্থ হয়েছে। তবে কারা এ হামলা চালিয়েছে তা এখনও কেউ পরিষ্কার করে বলতে পারেনি।

এদিকে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, লেবানিজ জলসীমা থেকে ড্রোন দিয়ে হামলাটি চালানো হয়েছে। এতে ট্যাংকারে আগুন লেগে যায়। পরে আগুন নিভিয়ে ফেলে দমকল কর্মীরা।

 

টাইমস/এসএন

Share this news on: