"জীবনকে সহজ ভাবে নিতে জানলে জীবন কখনো দু:সহ হয়ে ওঠে না"

লুইস ক্যারল ছিলেন প্রখ্যাত ইংরেজ শিশু-সাহিত্যিক। 'লুইস ক্যারল' নামটি শিশুদের কাছে সমধিক পরিচিত তার মজাদার বই 'আজব দেশে এলিস' এবং 'আয়নার মধ্যে দিয়ে' এর জন্য। 

তার জন্ম ১৮৩২ খৃষ্টাব্দের ২৭ জানুয়ারি। বিখ্যাত এই ইংরেজ লেখক ১৮৯৮ সালের ১৪ জানুয়ারি মৃত্যুবরণ করেন। 

'লুইস ক্যারল' আসলে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গণিতের অধ্যাপক চার্লস লুটউইজ ডজসন'র ছদ্মনাম ছিল। বিশ্ববিদ্যালয়ে গণিতের বই পড়ানোর পাশাপাশি ডজসন ছোটদের জন্য আবোল-তাবোল ছড়া আর মজার মজার সব কল্প-গল্প লিখতেন যা পরবর্তীতে বড়দেরও আকৃষ্ট করতে সমর্থ হয়।

তার একটি বিখ্যাত উক্তি-উক্তি-

"জীবনকে সহজ ভাবে নিতে জানলে জীবন কখনো দু:সহ হয়ে ওঠে না।"

 

টাইমস/এনজে

Share this news on:

সর্বশেষ