“জীবনের নিগূঢ় সত্যটি হচেছ, কখনো অশোভন আবেগকে প্রশ্রয় না দেওয়া”

অস্কার ফিঙ্গাল ও’ফ্ল্যাহারটি উইলস ওয়াইল্ড একজন আইরিশ নাট্যকার, ঔপন্যাসিক এবং কবি। তার জন্ম ১৮৫৪ সালের ১৬ অক্টোবর আয়ারল্যান্ডের ডাবলিনে।

তিনি বহু ছোট গল্পও রচনা করেছেন। তিনি ভিক্টোরীয় যুগের লন্ডন শহরে অন্যতম সফল নাট্যকার হিসেবে পরিচিত হন। তিনি তার চাতুর্যময় নাট্যরচনার মাধ্যমে ব্যাপক খ্যাতি অর্জন করেন।

তবে এক বিখ্যাত বিচারের রায়ের ফলে তার সাফল্যের পরিসমাপ্তি ঘটে এবং তাকে বড় মাপের অশ্লীলতা এবং সমকামিতার দায়ে কারাদন্ড দেয়া হয়।

তার উল্লেখযোগ্য সাহিত্যকর্ম রাভেনা, দ্যা পিকচার অব ডোরিয়ান গ্রে, আ উইমেন নো ইম্পোর্টেনস, দ্যা বালাড অব রিডিং গাউল প্রভৃতি। তিনি ৪৬ বছর বয়সে প্যারিস শহরে মৃত্যুবরণ করেন।

তার একটি বিখ্যাত উক্তি-

“জীবনের নিগূঢ় সত্যটি হচেছ, কখনো অশোভন আবেগকে প্রশ্রয় না দেওয়া”

 

টাইমস/এনজে

 

 

Share this news on: