মাহবুবুল হক শাকিলের মায়ের ইন্তেকাল

ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকার স্ত্রী ও প্রধানমন্ত্রীর প্রয়াত বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিলের মা নুরুন্নাহার খানম টগর আর নেই।

শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।

অ্যাডভোকেট জহিরুল হক খোকার ব্যক্তিগত সহকারী (পিএস) হুমায়ূন কবির হিমেল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

হুমায়ূন কবির হিমেল জানান, বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে ১ ফেব্রুয়ারি থেকে তিনি ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন। দীর্ঘদিন যাবত তিনি লিভার, ডায়াবেটিকসহ নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্বামী, ছেলে-মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।

শনিবার বাদ যোহর চরপাড়া জামিয়া ইসলামিয়া মাদ্রাসা প্রাঙ্গনে নামাজে জানাজা শেষে ভাটিকাশর গোরস্থানে মাহবুবুল হক শাকিলের কবরের পাশে তাকে দাফন করা হবে বলেও জানান তিনি।

নুরুন্নাহার খানম ময়মনসিংহ মহানগরীর ঐতিহ্যবাহী প্রিমিয়ার আইডিয়াল হাইস্কুলে শিক্ষকতা করে অবসর নিয়েছিলেন।

ছাত্র জীবনেই রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন নুরুন্নাহার খানম টগর। তিনি টাঙ্গাইলের সাদাত বিশ্ববিদ্যালয় কলেজের একমাত্র নির্বাচিত নারী ক্রীড়া সম্পাদিকা ছিলেন। এছাড়াও তিনি ময়মনসিংহের প্রি-ক্যাডেট হাইস্কুলের শিক্ষকও ছিলেন।

 

টাইমস/এইচইউ

Share this news on: