“জীবনের মূল্য তখনই থাকে যখন এর মূল্য হিসাবে মূল্যবান কিছু থাকে”

গেয়র্গ ভিলহেল্ম ফ্রিডরিখ হেগেল অন্যতম একজন জার্মান দার্শনিক এবং জার্মান ভাববাদের গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন। তার জন্ম ১৭৭০ ২৭ আগস্ট স্টুটগার্টে (বর্তমান জার্মানি)।

বাস্তবতার ক্ষেত্রে তার ঐতিহাসিক ও ভাববাদী অবস্থান ইউরোপীয় দর্শনকে বিপ্লবী করে এবং মহাদেশীয় দর্শন ও মার্কসবাদের গুরুত্বপূর্ণ অগ্রদূত হিসবে বিবেচিত হয়।

জগত বা সত্যের ক্ষেত্রে জ্ঞেয় ও অজ্ঞেয়’র দ্বৈত রূপ হেগেল অস্বীকার করলেও তার নিকট মূল হচ্ছে ভাব; বস্তু নয়। যা কিছু জ্ঞেয় বা দৃশ্যমান সবই হচ্ছে ভাবের প্রকাশ ও বিকাশ। এছাড়া ভাবের চরম বিকাশ জার্মান রাষ্ট্রযন্ত্রে ঘটেছে বলে হেগেলের রাজনৈতিক ব্যাখ্যা পরবর্তীকালে স্বৈরতান্ত্রিক ও ফ্যাসিবাদী রাষ্ট্রযন্ত্রের আদর্শগত হাতিয়ার হিসেবে ব্যবহৃত হতে পেরেছে।

বস্তুত হেগেল দর্শন থেকে উত্তরকালে দুটি পরস্পরবিরোধী ধারার বিকাশ ঘটেছে; এর একটি হচ্ছে মার্কসবাদ বা দ্বান্দ্বিক বস্তুবাদ আর অন্যটি হচ্ছে নবভাববাদ ও স্বৈরতান্ত্রিক রাজনৈতিক মতবাদ।

প্রখ্যাত এই দার্শনিক ১৮৩১ সালের ১৪ নভেম্বর ৬১ বছর বয়সে বার্লিনে মৃত্যুবরণ করেন।

তার একটি বিখ্যাত উক্তি-
“জীবনের কোন মূল্য তখনই থাকে যখন এর মূল্য হিসাবে মূল্যবান কিছু থাকে।”

টাইমস/এনজে

Share this news on: