রাবি উপাচার্যের বাসভবনে ছাত্রলীগের তালা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক এম আবদুস সোবহানের বাসভবনে তালা লাগিযে দিয়েছেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক ও বর্তমান কমিটির নেতাকর্মীরা। এছাড়া বিশ্ববিদ্যালয়ের সিনেট ও দুটি প্রশাসন ভবনেও তালা ঝুলিয়ে দিয়েছে ছাত্রলীগের নেতারা।

রোববার (২ মে) দুপুর ১টার দিকে সিনেট ভবন এবং প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেয়া হয়।

ছাত্রলীগের নেতাকর্মীরা জানান, উপাচার্য অধ্যাপক এম আবদুস সোবহান যাতে কোনও ভাবেই প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করতে না পারেন, সেজন্য তারা এই কঠোর অবস্থান নিয়েছে।

রাবি শাখা ছাত্রলীগের সাবেক সহসভাপতি ইলিয়াস হোসেন গণমাধ্যমকে বলেন, বর্তমান উপাচার্য ২০১৭ সালের ৭ মে নিয়োগ পেয়েছিলেন। আগামী ৬ মে তার মেয়াদ শেষ হচ্ছে। তার বিরুদ্ধে এরই মধ্যে দুর্নীতির নানা অভিযোগ প্রমাণিত হয়েছে। দুর্নীতির অভিযোগ নিয়ে তিনি যেন কোনও ভাবেই আর প্রশাসনিক দায়িত্ব পালন করতে না পারেন, সে ব্যাপারে আমরা সোচ্চার রয়েছি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান গণমাধ্যমকে বলেন, আজ (রোববার) ফাইনান্স কমিটির মিটিং ছিল। কিন্তু আন্দোলনকারীদের অবস্থানের কারণে কমিটির কেউ প্রশাসনিক ভবনে প্রবেশ করতে পারেনি। তাই অনিবার্য কারণবশত ফাইনান্স কমিটির সভা স্থগিত করা হয়েছে।

 

টাইমস/এসএন

Share this news on: