“একটা সুন্দর মন অন্ধকারে আলোর মতো”

দানিয়েল বার্নুলি ছিলেন একজন প্রখ্যাত সুইস গণিতবিদ ও চিকিৎসক। আনুমানিক ১৭০০ শতাব্দীতে তিনি বর্তমান জার্মানি অঞ্চলে জন্মগ্রহণ করেছিলেন।

মেকানিকস, ফ্লুইড মেকানিকস ও প্রবাবিলিটি নির্ধারণের ক্ষেত্রে গণিত ব্যবহারে তার অবদান উল্লেখযোগ্য। এছাড়াও অর্থনীতি, পরিসংখ্যান বিদ্যা ও পদার্থ বিজ্ঞানে তিনি অবদান রেখেছেন।১৭৮২ খৃষ্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন।

তার একটি প্রচলিত উক্তি-

“একটা সুন্দর মন অন্ধকারে আলোর মতো, যার মাধ্যমে কলুষতার মাঝেও নিজের অস্থিত্বকে মর্যাদাসম্পন্ন রাখা যায়।”

 

টাইমস/এনজে

Share this news on: