ফেরিঘাট থেকে গাড়ি ঘুরিয়ে দেয়ায় ইউএনও’র সঙ্গে দম্পতির ঝগড়া

সরকারি নির্দেশনা অমান্য করায় ফেরিঘাট অভিমুখী এক দম্পতির প্রাইভেটকার উল্টো পথে ঘুরিয়ে দেয়ায় ইউএনও’র সঙ্গে বাকবিতণ্ডার ঘটনা ঘটেছে। রোববার (৯ মে) দুপুরে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটে সংলগ্ন মহাসড়কে বিজিবির চেকপোস্টে এঘটনা ঘটেছে।

জানা গেছে, মানিকগঞ্জের শিবালয়ের ইউএনও বিএম রুহুল আমীন রিমন কুষ্টিয়াগামী নাজনীন আক্তার ও মামুন অর-রশিদ দম্পতির ঢাকা থেকে ছেড়ে আসা প্রাইভেটকার উল্টো দিকে (ঢাকার দিকে) ঘুরিয়ে দেন। এতে ক্ষিপ্ত হয়ে উঠেন ওই দম্পতি। এসময় তারা ইউএনওর সঙ্গে চরম বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন।

এ ঘটনায় নাজনীন নামের ওই নারী বলেন, আমি ও আমার স্বামী কুষ্টিয়া যাচ্ছিলাম। পথে বিজিবির চেকপোস্টে ইউএনও আমাদের গাড়ি ঘুরিয়ে দেন। এসময় ইউএনও'র সঙ্গে থাকা একজন লাঠি নিয়ে এসে আমার গাড়ির ডান পাশের লুকিং গ্লাস ভেঙে ফেলেন। আমরা শুধু এই ঘটনার প্রতিবাদ করেছি।

ওই নারীর স্বামী সুর্প্রীম কোর্টের আইনজীবী মামুনর রশিদ গণমাধ্যমকে বলেন, ইউএনওর সঙ্গে থাকা কয়েকজন অতিউৎসাহী ব্যক্তি আমার গাড়ির লুকিং গ্লাস ভেঙেছে। এটা কোনো আইন হলো?

এ বিষয়ে শিবালয় ইউএনও বিএম রুহুল আমীন রিমন গণমাধ্যমকে বলেন, সরকারের বিধি-নিষেধ বাস্তবায়ন করার জন্য সকাল থেকেই মহাসড়ক ও ঘাট এলাকায় অভিযান পরিচালনা করেছি। পাটুরিয়া ফেরি ঘাটে যাত্রীদের চাপ ঠেকাতে মহাসড়কের চেকপোস্টে গাড়িগুলো ঘুরিয়ে দিয়েছিলাম। কিন্তু তারা সেখানে সিনক্রিয়েট করে। গাড়ি ভাঙার বিষয়টি জানা নেই।

প্রসঙ্গত, মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে ঘরমুখী মানুষের চাপ সামলাতে ও সরকারি বিধি নিষেধ কার্যকর করতে বিজিবি মোতায়েন করা হয়েছে। ফেরিঘাটের কয়েকটি পয়েন্টে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি কাজ করে যাচ্ছে। রোববার (৯ মে) সকালের দিকে পাটুরিয়া ঘাটে যাত্রীদের চাপ কম থাকলেও দুপুরের দিকে রাজধানী থেকে ছেড়ে আসা ছোট গাড়ির চাপ বাড়তে থাকে।

 

টাইমস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
কানের আসর থেকে নতুন সিনেমার খবর দিলেন ভাবনা May 21, 2024
img
হৃদয়ের ফিফটিতে ১৫০ ছাড়ানো পুঁঁজি বাংলাদেশের May 21, 2024
img
কৃষি খাতে ফলন বাড়াতে অস্ট্রেলিয়ার প্রযুক্তি সহায়তা চান প্রধানমন্ত্রী May 21, 2024
img
সাবেক সেনাপ্রধানের ওপর নিষেধাজ্ঞা ভিসানীতির প্রয়োগ নয় : ওবায়দুল কাদের May 21, 2024
img
দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে চেয়ারম্যান হলেন যারা May 21, 2024
img
ভিসানী‌তির অধীনে আজিজকে নিষেধাজ্ঞা দেয়নি যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী May 21, 2024
img
ইরানের প্রেসিডেন্ট রাইসির মৃত্যুতে বাংলাদেশে রাষ্ট্রীয় শোক বৃহস্পতিবার May 21, 2024
img
চার ঘণ্টায় ভোট পড়েছে ১৭ শতাংশ May 21, 2024
img
‘সাবেক সেনাপ্রধানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে আমার কোনো মন্তব্য নেই’ May 21, 2024
img
নেতানিয়াহু-হানিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন আইসিসিতে May 21, 2024