ঈদের আগে ফের বাড়লো স্বর্ণের দাম

বারবার স্বর্ণের দাম বাড়ছে। এবার ঈদকে সামনে রেখে দেশে বাজারে এক ধাক্কায় প্রতি ভরি স্বর্ণের দাম বাড়ানো হয়েছে দুই হাজার ৩৩৩ টাকা। আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

সোমবার (১০ মে) জরুরি সভা শেষে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) স্বর্ণের দাম বৃদ্ধির এ সিদ্ধান্ত নিয়েছে। সোমবার থেকেই নতুন দাম কার্যকর হবে বলে জানা গেছে।

বাজুস সূত্র জানায়, সোমবার কার্যনির্বাহী কমিটির সভায় প্রতিগ্রাম স্বর্ণের দাম ২০০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত গ্রহীত হয়। এতে ভরি প্রতি স্বর্ণের দাম বেড়েছে ২ হাজার ৩৩৩ টাকা।

এ বিষয়ে বাজুসের সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা গণমাধ্যমকে বলেন, জরুরি পরিস্থিতি বিবেচনা করে ঈদের আগে স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়েই চলেছে। যে কারণে দেশের বাজারে স্বর্ণের দাম বাড়াতে আমরা বাধ্য হয়েছি।

বাজুসের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সোমবার থেকে নতুন দাম কার্যকর হওয়ায় ২২ ক্যারেটের প্রতিভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম দাড়িয়েছে ৭১ হাজার ৪৪৩ টাকা। এছাড়া ২১ ক্যারেটের স্বর্ণ ৬৮ হাজার ২৯৩ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণ ৫৯ হাজার ৫৪৪ টাকায় বিক্রি হবে। তবে সনাতন পদ্ধতির প্রতিভরি স্বর্ণ ৪৯ হাজার ২২ টাকায় বিক্রি হবে বলে বাজুস সূত্রে জানা গেছে।

 

টাইমস/এসএন

Share this news on: